গুইমারার তিন শহীদের স্মরণে রামগড়ে ধর্মীয় প্রার্থনা

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে সেনা–সেটলারদের নৃশংস হামলায় শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার আত্মার সদগতি, গুরুতর আহতদের আশু আরোগ্য এবং বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় রামগড়ে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক শান্তিময় ধর্মীয় প্রার্থনা সভা।
আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) রামগড়ের হাচুক পাড়া শ্রী শ্রী হরি মন্দির ও য়ংড বনবিহারে পৃথকভাবে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।
সকল প্রাণের মঙ্গল কামনায়, শান্তি, সহমর্মিতা ও করুণার বার্তা ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে।
শ্রী শ্রী হরি মন্দিরে প্রার্থনা সভায় বিশেষ প্রার্থনা পত্র পাঠ করেন পুরোহিত দেবেন্দ্র ত্রিপুরা, যেখানে সকল শহীদ ও আহতদের জন্য আশীর্বাদ ও শান্তির বার্তা উচ্চারিত হয়।

অন্যদিকে, য়ংড বনবিহারের ভিক্ষু সংঘ ধর্মীয় দেশনা প্রদান করেন। তাঁদের দেশনায় উঠে আসে জীবনের অনিত্যতা, অহিংসার দর্শন এবং মানবতার পথে চলার আহ্বান।
ভক্তবৃন্দ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং হাতে প্রজ্জ্বলিত প্রদীপ নিয়ে বিশ্ব শান্তির প্রার্থনায় অংশ নেন।
ভিক্ষুদের দেশনায় প্রতিধ্বনিত হয় চিরন্তন সত্য—ঘৃণার জবাব ঘৃণায় নয়, ভালোবাসায়। সহিংসতার প্রতিষেধক কেবল করুণা।
বৌদ্ধ ভক্তদের উপস্থিতিতে সমগ্র বিহার প্রাঙ্গণ এক শান্ত, পবিত্র ও প্রার্থনাময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।