গুইমারার তিন শহীদের স্মরণে ও হামলা-হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল কালো পতাকা উত্তোলন কর্মসূচি

0
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২০ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলায় সেনাবাহিনীর গুলিতে শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে এবং হামলা-হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করবে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”।

গত ১৫ অক্টোবর গুইমারা শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভা থেকে তারা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের পক্ষ থেকে এলাকায় এলাকায়, হাট-বাজার, সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনসমূহের অফিস, জুম্ম মালিকাধীন যানবাহনে, হ্রদ এলাকায় আগামীকাল (২১ অক্টোবর) কালো পাতাকা উত্তোলন করে শহীদদের স্মরণ ও হামলা- হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচার ও সকল ধর্ষককে গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র জনতার আহ্বানে গত ২৮ সেপ্টেম্বর গুইমারা রামসু বাজারে সড়ক অবরোধ পালনকালে সেনা-সেটলাররা পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা চালায়। এতে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন এবং আরো অনেকে গুরুতর জখম হন। সেটলাররা অগ্নিসংযাগ করে রামসু বাজারে পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি পুড়িয়ে দেয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More