গুইমারার তিন শহীদের স্মরণে খাগড়াছড়ির সকল উপজেলায় কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলায় শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে এবং হামলা-হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে খাগড়াছড়ি সদরসহ সকল উপজেলায় কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে “শহীদ ম্মৃতি সংরক্ষণ সংসদ’-এর পূর্বঘোষিত হিসেবে এই কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।
খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজলা:
গুইমারায় সেনা-সেটলার হামলা কর্তৃক সাম্প্রদায়িক হামলায় শহীদদের স্মরণে ও হামলায় জড়িত সেনা-সেটলারদের বিচার দাবিতে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’-এর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ২১ অক্টোবর ২০২৫, সকাল ৮টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে ইউপিডিএফ কার্যালয়ে কাালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এরপর স্বনির্ভর বাজার এলাকাসহ বাস টার্মিনাল এলাকায় এবং সদর উপজেলার পেরাছড়া এলাকায় স্থানীয় ক্লাব, দোকান, যানবাহনে ও সড়কের পাশে কাালো পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শোক প্রকাশ করা হয়।
এছাড়া, খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুর ছড়া, গোলাবাড়ী, মালছড়া, নতুন বাজার, আকবাড়ি ও পিটিআই সেন্টার স্কুলে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।



গুইমারা
গুইমারা উপজেলায় আজ (২১ অক্টোবর) সকালে সাম্প্রদায়িক হামলার স্থল রামসু বাজারসহ আমতলী পাড়া, সাইংগুলি পাড়া, বটতলা পাড়া, বরইতলী, বুদুধন পাড়া, ছোটপিলাক ও যুদ্ধমনি কার্বারী পাড়া এলাকায় কালো
পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।

রামগড়
গুইমারা রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার হামলায় শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও হামলা-হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে রামগড়ে কালোপতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ-এর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামগড়ের অন্তুপাড়া, পিলাকঘাট, জিরো পয়েন্ট, লাচারী পাড়া, হাচুক পাড়া, বড়বেলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, তৈচাকমা পাড়া, যৌথখামার স্কুল, সোনাইআগা, মরা কইল্যা, চাকমা পাড়া, ছদুর খীল, নতুন বাজার, কালাপানি, গুজাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দারা কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি শোক প্রকাশ করেন।

মাটিরাঙ্গা
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সংঘটিত সাম্প্রদায়িক হামলায় সেনাবাহিনীর গুলিতে শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে মাটিরাঙ্গা উপজেলায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়ন, বর্ণাল ইউনিয়ন, আমতলী ইউনিয়ন, গোমতি ইউনিয়ন ও বেলছড়ি ইউনিয়নের অন্তর্গত ওয়াছু, সাপমারা ১০ নম্বর, ডাকবাংলা বাজার, তৈলাফাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবলছড়ি গ্রীন কলেজ, মহন্ত কার্বারী পাড়া, বিরাশি মুড়া পাড়া, হায়্কমা ক্লাব, বামা গোমতি জুনিয়র স্কুল, কাঁচক্য পাড়া, সর্বসিদ্ধি পাড়া, রাজা পাড়া, হরিধন মগ পাড়া, যুদ্ধ কুমার পাড়া, শচী কার্বারী স্কুল, তাইফাছড়া বাজার, গোকুল মনি পাড়া, খাদা পাড়া ও গংব্রাটিলা এলাকাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাটে কালো পতাকা উত্তোলন করা হয়।

মানিকছড়ি
গুইমারা রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার হামলার সময় সেনাবাহিনীর নির্বিচার গু*লিতে শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও হামলা-হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে সকালে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ-এর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।

মহালছড়ি
গুইমারায় সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলায নিহত তিন শহীদের স্মরণে মহালছড়ি উপজেলায় মাইসছড়ি ও কিয়াংঘাট ইউনিয়নসহ মহালছড়ি – সিন্দুকছড়ি সড়ক এলাকায় কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।


পানছড়ি
“শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”-এর পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ ২১ অক্টোবর ২০২৫ সকালে পানছড়ি উপজেলার উপর পুজগাং বাজার, নিচের পুজগাং বাজার,পুজগাং উচ্চবিদ্যালয়, মধুমঙ্গল পাড়া,বরকলক,মনিপুর,আমতলী, লোগাং ব্রীজ, লোগাং আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়।

দীঘিনালা
গুইমারারা রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলারদের সাম্প্রদায়িক হামলায় সেনাবাহিনীর গুলিতে শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে এবং হামলা-হত্যাকাণ্ডের বিচার দাবিতে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ” এর পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ (২১ অক্টোবর) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া সড়কের বড়াদাম, পুকুরঘাট, বাঘাইছড়ি দোর, রাস্তামাথা, জারুলছড়ি, নুওবাজার এলাকায় কাালো পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শোক প্রকাশ করা হয়।

লক্ষীছড়ি
“শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”-এর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গুইমারায় সাম্প্রদায়িক হামলায় নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও ঘটনায় জড়িতদের বিচার দাবিতে লক্ষীছড়ি উপাজেলার বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচার ও সকল ধর্ষককে গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র জনতার আহ্বানে গত ২৮ সেপ্টেম্বর গুইমারা রামসু বাজারে সড়ক অবরোধ পালনকালে সেনা-সেটলাররা পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা চালায়। এতে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন এবং আরো অনেকে গুরুতর জখম হন। সেটলাররা অগ্নিসংযাগ করে রামসু বাজারে পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি পুড়িয়ে দেয়।
গত ১৫ অক্টোবর তিন শহীদের স্মরণে গুইমারায় আয়োজিত স্মরণসভা থেকে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ” এই কালো পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষনা করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।