গুইমারায় পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল, সেনাবাহিনীর বাধাদানের অভিযোগ

0

সিএইচটিনিউজ.কম
Guimarapcprgmগুইমারা : দিঘীনালার কবাখালীতে গত সোমবার দিবাগত রাতে ১০ম শেণীর পাহাড়ি ছাত্রীকে ছাত্রলীগ নেতা শাহরিয়া সোহেল ও তার সহযোগীদের কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গুইমারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখা।

পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা থানা শাখার সাধারণ সম্পাদক ঊষাঅং মারমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলা হয়, বুধবার (১১ মার্চ) দুপুরে মিছিলটি রামেসু বাজার থেকে গুইমারা প্রেসক্লাবের সামনে সমাবেশ করার জন্য বের হতে চাইলে রামেসু বাজারের মুখে ব্রীজের পাশে সেনাবাহিনী ও পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা শ্লোগানের মাধ্যমে এর প্রতিবাদ জানায় এবং ঐ স্থানে প্রতিবাদ সমাবেশ করে। এতে পিসিপি’র উষাঅং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি মাটিরাংগা উপজেলা শাখার  সভাপতি অমল ত্রিপুরা, পিসিপি গুইমারা উপজেলা শাখার সভাপতি সমর জ্যোতি চাকমা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে প্রতিনিয়ত নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটলেও সরকার-প্রশাসন দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ না নেওয়ায় বার বার এ ধরনের ঘটনা ঘটছে।

বক্তারা অবিলম্বে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা শাহরিয়ার সোহেলকে দৃষ্টান্তমূলক শাস্তি  ও তার সহযোগীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More