গুইমারায় সেনাবাহিনী কর্তৃক ৫ নিরীহ গ্রামবাসী গ্রেফতার
গুইমারা প্রতিনিধি ॥ খাগড়াছড়ির গুইমারা উপজেলার ১নং গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি ১নং রাবার বাগান ও তৈমাতাই ২নং রাবার বাগান এলাকা থেকে ৫ জন নিরীহ গ্রামবাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি ২০১৯) তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাইল্যাছড়ি ১নং রাবার বাগান গ্রামের বাসিন্দা নির্মল ত্রিপুরা(৪০), পিতা-হেমন্দ্র ত্রিপুরা ও মংসাঅং মারমা(৭৫), পিতা- মৃত. অংজ প্রু মারমা এবং তৈমাতাই ২নং রাবার বাগান গ্রামের বাসিন্দা সঞ্জয় ত্রিপুরা(২১), পিতা- মধু ত্রিপুরা; বানু মারমা (২৫), পিতা- চাইহ্লা প্রু মারমা ও সুকুল ত্রিপুরা(১৮), পিতা-অজিলাল ত্রিপুরা।
আটককৃতদের মধ্যে নির্মল ত্রিপুরা, মংসাজাই মারমা ও বানু মারমা স্থানীয় দোকানদার, সঞ্জয় ত্রিপুরা মোটর সাইকেল চালক আর সুকুল ত্রিপুরা ছাত্র।
জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত মাটিরাঙ্গা জোন থেকে ৬টি পিকআপ যোগে বিপুল সংখ্যক সেনা সদস্য বাইল্যাছড়ি ১নং রাবার বাগান, তৈমাতাই ২নং রাবার বাগান ও চৌধুরী পাড়ায় হানা দিয়ে ঘরে ঘরে তল্লাশি চালায় এবং উক্ত ৫ গ্রামবাসীকে বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের পর তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
আজ বেলা দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে সেনাবাহিনীর এমন গ্রেফতার-তল্লাশির কারণে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।