ঘিলাছড়িতে সেনাবাহিনী কর্তৃক পিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলার নির্দেশ!
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ মে ২০২৩

রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়িতে স্থানীয় সেনা ক্যাম্প থেকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয়ার জন্য স্থানীয় ইউপি মেম্বারগণকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২৭ মে ২০২৩) সকালে ঘিলাছড়ি সাবজোন থেকে ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণকে মোবাইলে ফোন করে এ নির্দেশ প্রদান করা হয় বলে জানা যায়।
জানা গেছে, গত ২০ মে ছিল পিসিপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে অন্যান্য জায়গার ন্যায় ঘিলাছড়ি ইউনিয়নেও পিসিপি’র নেতা-কর্মী, সমর্থকরা বিভিন্ন স্থানে পোস্টার সাঁটায় ও রাস্তায়-দেওয়ালে চিকা মারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউপি’র একাধিক মেম্বার এ প্রতিবেদককে জানান, আজ সকালে ঘিলাছড়ি সাবজোন থেকে মোবাইলে ফোন করে আজকে বিকাল ৩টার মধ্যে পিসিপি’র সাঁটানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিতে তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে এলাকার মুরুব্বী ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নিযুক্ত রয়েছে। একটি গণতান্ত্রিক সংগঠনের পোস্টার লাগানো, মিছিল-মিটিং করা সংবিধান স্বীকৃতি অধিকার। সেনাবাহিনীর পোস্টার ছিঁড়ে দেয়ার নির্দেশকে সংবিধান পরিপন্থী বলে তারা মন্তব্য করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন