ঘিলাছড়ি ইউনিয়নে সেনা অভিযানের আপডেট: ১৩ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি, আটক দু’জনকে মুক্তি

একটি বাড়িতে সেনাবাহিনীর তল্লাশির চিত্র। জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে।
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
গতকাল (১১ সেপ্টেম্বর) রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুয়োআদাম ও ৬নং ওয়ার্ডের ধাজ্জ্যাছড়িতে প্রায় দিনভর সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনারা ১৩ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি এবং ২ জনকে আটক করে শারীরিক ও মানসিক নির্যাতন শেষে ছেড়ে দেয় বলে জানা গেছে।
জানা যায়, গতকাল সকাল ১১:৩০টার সময় বুড়িঘাট সাব-জোন থেকে ২০-২৫ জনের সেনাবাহিনীর একটি দল ইঞ্জিনচালিত বোট যোগে ধাজ্জ্যাছড়ি গ্রামে হানা দেয়।
এরপর সেনারা গ্রামে প্রবেশ করে চা-নাস্তা খেতে দোকানে আসা ধাজ্জ্যাছড়ি গ্রামের বাসিন্দা সুনীল কান্তি চাকমা(৩২), পিতা- দুলাল চাকমাকে আটক করে তার ওপর শারীরিক নির্যাতন চালায়।
অপরদিকে, একই সময়ে কুদুকছড়ি সাব-জোন থেকে ১০-১৫ জনের অপর একটি সেনা দল নুয়োআদাম গ্রামে হানা দেয়। সেনাদলটি সেখানে যাবার সময় ধাজ্জ্যাছড়ি রাস্তামুখ (হাল-অ ছড়ায়) থেকে জুনু চাকমা (৩৫), পিতা- ধনা চাকমা নামে ভূইয়োদামের এক বাসিন্দাকে রাস্তা দেখানোর কথা বলে তাদের সাথে নিয়ে গিয়ে দিনভর হেফাজতে রেখে মানসিক নির্যাতন চালায়। আটক হওয়ার সময় তিনি সেখানে গরু চড়াচ্ছিলেন।
এই সেনাদলটি নুয়োআদাম গ্রামে অন্তত ৮ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। ভুক্তভোগী গ্রামবাসীরা হলেন- ১. বিগু বিকাশ চাকমা (৫৩), পিতা- কুমুজ্যা চাকমা, ২. উজ্জল চাকমা (৩৩), পিতা- শান্তি কুমার চাকমা, ৩. হীরন ময় চাকমা (৪৭), পিতা- মৃত বর্ণ কুমার চাকমা, ৪. বিমল চাকমা (৩৪), পিতা- অল’হ চাকমা, ৫. মুনি চাকমা (৩৪), পিতা- বাধি ধন চাকমা, ৬. কালাচুল চাকমা (৫৬), পিতা- মৃত স্বর্গধন চাকমা ৭, গিলুক্কো চাকমা (৩৪), পিতা-কালা চুল চাকমা ৮. বাধি ধন চাকমা (৫৭), পিতা- অজ্ঞাত।

সেনারা বিমল চাকমার বাড়ি তল্লাশিকালে তার স্ত্রী নীতিমায়া চাকমার সবজি বিক্রয় বাবদ জমা রাখা ১,৫০০ টাকা, পরিবারের সকল সদস্যদের জন্ম নিবন্ধন সনদ এবং তাদের স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নিয়ে গেছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
পরে কুদুকছড়ি ক্যাম্প থেকে আরো ২০-২৫ জনের একদল সেনা সদস্য নুয়োআদাম গ্রামে গিয়ে সেখানে আগে যাওয়া দলটির সাথে যুক্ত হয়। এরপর সেনারা ধাজ্জ্যাছড়ি গ্রামে গিয়ে ৫ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। ভুক্তভোগী গ্রামবাসীরা হলেন- ১. সম্পূর্ণ চাকমা (৪৬), পিতা-মৃত সুজন্যা চাকমা, ২. হেদর চাকমা (৩২), পিতা- শোভাধন চাকমা, ৩. বাদি চাকমা (২৫), পিতা- মজাগালা চাকমা, ৪. সোনাবি চাকমা (৩৫), স্বামী- মৃত নয়ন চাকমা ও ৫. সম রতন চাকমা (৬০), পিতা- অজ্ঞাত।
দু’টি গ্রামে মোট ১৩ গ্রামবাসীর বাড়িতে সেনারা তল্লাশি চালিয়ে হয়রানি ও লুটপাট করে।
তল্লাশি শেষে সেনারা আটক জুনু চাকমা ও সুনীল কান্ত চাকমাকে ছেড়ে দেয়। এরপর বিকাল ৪:৩০টার সময় সেনারা ক্যম্পে ফিরে যায় বলে জানা গেছে।
সেনাবাহিনীর পর পর এই তল্লাশি অভিযানের ফলে এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকার লোকজনের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর উক্ত দুই গ্রামসহ আরো বেশ কয়েকটি গ্রামে সেনাবাহিনী ঘরবাড়িতে তল্লাশিসহ এলাকার সাধারণ জনগণকে নানা হয়রানি করেছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।