চট্টগ্রামে গ্রেফতারকৃত গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র ৫ নেতার জামিনে মুক্তি লাভ
চট্টগ্রাম প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
চট্টগ্রাম থেকে গ্রেফতারকৃত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের ৫ নেতা জামিনে মুক্তি লাভ করেছেন। দীর্ঘ চার মাসের অধিক কারাভোগের পর আজ ২০ ফেব্রুয়ারি ২০১২, সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন। মুক্তিপ্রাপ্ত নেতারা হলেন, গণতান্ত্রিক যুব ফোরামের গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বকুল চাকমা, বন্দর থানা শাখার সভাপতি বিজয় চাকমা, চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি সুমন চাকমা, সদস্য অতীশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব জোনাথন চাকমা। এডভোকেট ভুলন ভৌমিক তাদের মামলার কার্যক্রম পরিচালনা করেন। গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস মিয়া তাদের জামিন মঞ্জুর করেন।
গত ১৪ অক্টোবর ২০১১ জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা উপরোক্ত ৫ নেতাকে চট্টগ্রামের নিজ নিজ বাসা থেকে অপহরণের পর পটিয়া থানায় সোপর্দ করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত পটিয়া থানার মামলার তারিখ- ১৭/১০/১১, ধারা-৩০২, ২০১ (৩৪) দ: বি:। পরে তাদেরকে চট্টগাম কারাগারে পাঠানো হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা এক বিবৃতিতে বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। উক্ত ৫ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা ছিল সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।
বিবৃতিতে তিনি অবিলম্বে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
