চট্টগ্রামে ‘রক্তাক্ত জুলাই’ ও ‘স্বনির্ভর হত্যাকাণ্ডে’ শহীদদের সম্মানে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন

0

খাগড়াছড়িতে স্মরণসভায় হামলার প্রতিবাদে নিন্দা

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৮ আগস্ট ২০২৪

‘রক্তাক্ত জুলাই ২০২৪’ ও ‘স্বনির্ভর হত্যাকাণ্ড ২০১৮’-এ নিহত আবু সাঈদ-মুগ্ধ, তপন-এল্টন-পলাশসহ ফ্যাসিস্ট হাসিনার আমলে নিহত সকল শহীদদের সম্মানে চট্টগ্রামে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল ইউমেন্স ফেডারেশন, চবি ও মহানগর শাখা।

আজ রবিবার (১৮আগস্ট ২০২৪) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম চেরাগী পাহাড় মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।

স্মরণসভায় গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর নেতা জুনেট চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন, পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রোনাল চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সোহেল চাকমা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাক।

বক্তারা বলেন, সাম্প্রতিক  ছাত্র জনতার এক গণঅভ্যত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে। এই জালিম সরকার গণঅভ্যুত্থানের পূর্বে ছাত্র জনতার ওপর যে গণহত্যা চালিয়েছে তা মধ্যযুগীয় বর্বতাকেও হার মানায়।

তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে রূপ দেশবাসী দেখেছে তা পাহাড়ি জনগণ দশকের পর দশক ধরে দেখে আসছে। সরকার পাহাড়ে সেনাশাসন জারি রেখে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পাহাড়ে মানুষের বাকস্বাধীনতা সেনাশাসনে বন্দি। অভ্যত্থানের পরে সারাদেশের সাথে যোগসূত্র স্থাপন করতে সাধারণ ছাত্র ছাত্রীদের গ্রাফিতি অঙ্কনে সোনাবাহিনী হামলা করেছে, গ্রাফিতি মুছে দিয়েছে। সেনাবাহিনীর অনুমোদন ব্যতীত গ্রাফিতি অঙ্কন করা যাচ্ছে না।

বক্তারা ২০১৮ সালে ১৮ আগস্ট খাগড়াছড়ির স্বনির্ভর সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে বলেন, সেদিন প্রকাশ্যে দিবালোকে ছাত্র নেতা তপন, এল্টন,পলাশসহ ৭জন অব্যাহত সেনাশাসনের বলি হয়েছেন। সমতলে স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে আবু সাইদ-মীর মুগ্ধকে হত্যা করেছে, ঠিক একই কায়দায় পাহাড়ে  তপন চাকমাদের হত্যা করা হয়েছে। বিজিবি ও পুলিশের সামনে এত বড় হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশে বিদেশে প্রতিবাদ জানিয়ে বিচারে দাবি করা হলেও এ ৬ বছরে কাউকে আটকও করা হয়নি। উদ্দেশ্যপ্রণীতভাবে হত্যাকাণ্ডের প্রমাণ লোপাট করে দিতে সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করা হয়েছে।

তারা আরো বলেন, সেনাসৃষ্ট সন্ত্রাসীরা পাহাড়ে খুন গুম-অপহরণ করে জনজীবন অতিষ্ঠ করে রেখেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন না করায় আজকে আবারও খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ারে স্মরনসভায় হামলা করে সমবেতদের মারাত্মভাবে আহত করেছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর আহ্বান জানিয়ে বলেন, পাহাড় ও সমতলে আবু সাইদ- মুগ্ধ, তপন-এল্টন-পলাশ চাকমাসহ ফ্যাসিস্ট হাসিনা আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হোক। অবিলম্বে সেনাসৃষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সেনাশাসন প্রত্যাহার করে পাহাড়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা হোক।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More