চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষার্থী রোনাল চাকমার ব্যতিক্রমী প্রতিবাদ

0


চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৪ মে ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন ইতিহাস বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থী রোনাল চাকমা। তিনি পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

বান্দরবানে আটক বম নারী-শিশুদের মুক্তির দাবি জানিয়ে তিনি “Dr. Yunus Free Bawm Women and Children, Free CHT” লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তিনি সমাবর্তনের গাউন পরিহিত ছিলেন। 

রোনাল চাকমা বলেন, “সমাবর্তনের দিন আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের ও উচ্ছাসের মুহূর্ত হওয়ার কথা। কিন্তু আমি এক মুহূর্তের জন্য ভুলে যেতে পারিনি বান্দরবানের বম নিরপরাধ শিশু ও নারীদের কথা। যাঁরা গত ১ বছর ধরে কারাবন্দি রয়েছেন। আদালতে বার বার জামিন চেয়েও মঞ্জুর হচ্ছে না। যা মানবাধিকারের চরম লঙ্ঘন”।

তিনি সমাবর্তনের প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়ে বলেন, “অবিলম্বে নিরপরাধ বম শিশু ও নারীদের মুক্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ নিন।” 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More