চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সন্তু সন্ত্রাসী কর্তৃক পিসিপি নেতা কর্মীদের উপর হামলার নিন্দা
নেতৃত্ববৃন্দ আরো বলেন, সন্তু লারমার পালিত দুই নাম্বারীরা বর্তমানে রাজনৈতিকভাবে মৃত। তাই তারা কোনদিকে কূল না পেয়ে ছাত্রলীগের মাস্তানদের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক পিসিপি কর্মীদের উপর শারীরিকভাবে হামলা চালাচ্ছে। এভাবে হামলা করে প্রকৃত বিপস্নবীদের দমানো যায় না। আগামী দিনে যে কোন পরিস্থিতির জন্য দায়ভার নিতে হবে বলে নেতৃবৃন্দ হামলাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- অনিল মারমা, নিউসাই মারমা, চাইলা মারমা, বিমল চাকমা, ধন বিকাশ চাকমা, প্রতীম চাকমা, তুর্য্য তালুকদার, প্রশান্ত চাকমা, রিতেশ চাকমা, অরুণ বিকাশ চাকমাসহ অনেকে।
একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বর্বর হামলা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না। তাই চিহ্নিত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেতৃবৃন্দ আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।
–