চবিতে ভাষা শহীদদের প্রতি পিসিপির শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

0

চবি প্রতিনিধি ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ ২১ ফেব্রুয়ারি ২০২২ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)-এর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)। এসময় পিসিপি’র চট্টগ্রাম বিদ্যালয় শাখার নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পিসিপি চবি শাখার সহ-সাধারণ সম্পাদক সুদেব চাকমার সঞ্চালনায় ও সভাপতি মিটন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি থুইল্যাপ্রু মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের দয়াসোনা চাকমা।

বক্তারা বলেন, মানুষের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। একটি জাতির ভাষা হচ্ছে একটি গাছের মূল শেখড়ের মতো। তাই একটি জাতিকে বিকশিত করতে হলে সেই জাতির ভাষা সমৃদ্ধ করা জরুরি। বক্তরা আরো বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্রই বাঙালি জাতি ভাষার জন্য প্রথম প্রাণ দিয়েছিল, ঠিকই কিন্তু তারা ভাষার মর্যাদা রক্ষা করতে পারেনি। তাই তারা বাংলাদেশে বসবাসরত অন্যান্য সংখ্যারঘু জাতিসত্তাদের ভাষাকে প্রতিনিয়ত হেনস্থা, অনাদর ও অবহেলা করে রেখেছে। তারা এযাবৎ দেশের অভ্যন্তরে বসবাসরত ৪৫ টিরও অধিক জনজাতির ভাষাকে স্বীকৃতি জানাতে অনীহা প্রকাশ করে আসছে। 

সভাপতির বক্তব্য মিটন চাকমা বলেন, কোনো জাতিসত্তাকে পেছনে রেখে তার ওপর উগ্রজাতীয়তাবাদ চাপিয়ে দেয়া ২১শে’র চেতনা হতে পারে না। বাংলাদেশ সরকার সংখ্যালঘু জাতিসত্তাদের পিছিয়ে মারার জন্য বাংলা ভাষাভাষী ছাড়া অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তা ও তাদের ভাষাকে স্বীকৃতি দিতে নারাজ। তাই তারা শিক্ষা মন্ত্রনণলয় কর্তৃক শপথ বাক্য পাঠের নামে উগ্র বাঙালি জাতীয়তাবাদী ভাবধারা চাপিয়ে দিতে চাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু জাতিসত্তাদের নিজস্ব মাত্র পাঁচটি মাতৃভাষায় বই প্রাক প্রাথমিক পর্যন্ত চালু করলে ও অন্যান্য জাতিসত্তাদের এখনো করেনি এবং যে পাঁচটি ভাষা চালু করা হয়েছে সেগুলোরও কোনো মানসম্মত শিক্ষক নেই।

আলোচনা সভায় মিটন চাকমা পিসিপি’র শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানান এবং অন্যান্য সকল শিক্ষার্থীদের পিসিপি’র আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More