চব্বিশের ১৯-২০ সেপ্টেম্বরের হামলা-হত্যাকাণ্ডের এক বছর উপলক্ষে দীঘিনালায় গ্রাফিতি অঙ্কন

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
গত বছর ১৯-২০ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়ি ও রাঙামাটিতে সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলা, তান্ডবলীলা ও জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিক হত্যার এক বছর উপলক্ষে দীঘিনালার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কন ও রাস্তায় চিকা মারা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও যুবকরা।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার যুবকরা অংশগ্রহণ করেন।
তারা নিজেদের মতো করে গ্রাফিতি অঙ্কন করে গত বছর সেনা-সেটলার হামলা নিহত জুনান, রুবেল, ধন রঞ্জন ও অনিককে স্মরণ করেন। এছাড়া তারা পাহাড়ের নিপীড়ন-নির্যাতন বিষয়েও চিকার মাধ্যমে তুলে ধরেছেন।
গ্রাফিতিতে তারা ‘ধনরঞ্জন-জুনানদের হত্যার বিচারের দাবি তুলে ধরেন।


দেওয়ালে তারা শহীদ জুনান, রুবেল, ধন রঞ্জন ও অনিকের ছবি সম্বলিত গ্রাফিতি অঙ্কন করেন। পাশাপাশি শহীদ বিপুল-সুনীল-রুহিন-লিটনের গ্রাফিতিও তারা অঙ্কন করেছেন।
রাস্তায় লেখা চিকাগুলোতে তারা “শহীদদের স্মরণে গৃহিত সামাজিক, ধর্মীয় কর্মসূচি বানচালের সেনা ষড়যন্ত্র ভেস্তে দিতে এক হও; শহীদ ধন রঞ্জন, রুবেল, জুনান, অনিকের খুনী জল্লাদদের দৌরাত্ম্য বরদাস্ত করবো না; রাষ্ট্রীয় মদদে সেটলারদের উস্কানিদান বন্ধ কর; নির্বিচারে ধরপাকড়, মিথ্যা মামলা ফাঁসানোর জালিয়াতি বন্ধ কর”… ইত্যাদি শ্লোগান লেখেন।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।