চাকমা বর্ণমালায় প্রথম পত্রিকা করোদি’র মোড়ক উন্মোচন
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ‘করোদি’ নামে চাকমা বর্ণমালায় ট্যাবলয়েট সাইজের একটি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন করেন প্রবীণ শিক্ষক বাবু প্রজ্ঞাবীর চাকমা। চাকমা বর্ণমালায় এটি প্রথম ট্যাবলয়েট পত্রিকা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টার স্বনির্ভরস্থ ঠিকাদার সমিতি ভবনের হলরুমে পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকমা বর্ণমালায় অভিজ্ঞ অনেক শিক্ষক এবং উন্নয়ন কর্মী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহকারী পরিচালক পুলক বরণ চাকমা। বক্তব্য রাখেন জ্ঞানদর্শী চাকমা, মোহন বাঁশী চাকমা, লোক জ্যোতি চাকমা, বিদ্যুৎ জ্যোতি চাকমা ও হিরম্ময় চাকমা প্রমুখ।
চার পৃষ্ঠার পত্রিকাটিতে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক খবর, গল্প, ছড়া, প্রবন্ধ রয়েছে। এতে সম্পাদক হিসেবে রয়েছেন ইত্তুকগুল’ চাকমা। পত্রিকাটির দাম রাখা হয়েছে ৫ টাকা।
পত্রিকাটির ই-মেইল ঠিকানা: Kawrodi@gmail.com, Facebook ID: Kawrodi Cht
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।