চার সংগঠনের ডাকে কাউখালী বাজার বয়কট কর্মসূচি চলছে

সকালে কাউখালী বাজারের ভিতরের গলির চিত্র।
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৬ জুন ২০২৫
হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে আজ সোমবার (১৬ জুন ২০২৫) কাউখালী বাজার বয়কট কর্মসূচি চলছে।
আজ সাপ্তাহিক হাটবার হলেও কর্মসূচির কারণে বাজারে লোক সমাগম হয়নি।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য সময়ে সাপ্তাহিক হাটের দিন সকাল ৬টা-৭টার মধ্যে বাজারে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন সমাগম হলেও চার সংগঠনের কর্মসূচির কারণে আজ লোকজন ও ব্যবসায়ী তেমন চোখে পড়েনি। বাজারটি একপ্রকার ফাঁকা পড়ে রয়েছে। দূরদূরান্ত থেকেও লোকজনকে বাজারে আসতে দেখা যায়নি।

বাজারের একটি চিত্র।

বাজারে গরু, ছাগলের বেচা-কেনার হাটের চিত্র।
এদিকে, কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ডাবুয়া এলাকায় স্থানীয় দোকানপাটও বন্ধ রাখা হয়েছে।
গত ১২ জুন কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজার দাবিতে কাউখালী সদরে আয়োজিত নারী সমাবেশে সংহতি জানিয়ে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ফেরার পথে তিন অতিথি বক্তা শিক্ষক অলিউর সান, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি সভাপতি নূজিয়া হাসিন রাশা ও অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মী মারজিয়া প্রভার ওপর ছাত্রদল নামধারী সেটলারদের হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং চিহ্নিত হামলাকারী ইমরান হোসেন, নাঈম হোসেন হিমেল গংকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে চার সংগঠন একদিনের জন্য এই বাজার বয়কট কর্মসূচি পালন করছে। গত ১৩ জুন এক প্রতিবাদ সমাবেশ থেকে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।

বাজারে লোক সমাগম হয়নি।
পিসিপির কাউখালী উপজেলা সভাপতি জিপল চাকমা এই প্রতিবেদককে বলেন, ছাত্রদলের ইমরান, নাঈম হোসেন হিমেল গংরা আমাদের সমাবেশে আমন্ত্রিত অতিথিদের ওপর সন্ত্রাসী হামলা করেছে। ঘটনার ৩ দিন অতিক্রম হলেও চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
তিনি বলেন, আমাদের এই কর্মসূচি হামলাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তি ও সকল অন্যায়ের বিরুদ্ধে। ফলে কাউখালী উপজেলার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে, আমাদের ডাকে সাড়া দিয়েছে। আশা করি আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে পারবো।

বাজারে প্রবেশের মূল রাস্তা, লোকজনের চলাফেরা নেই।

কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ডাবুয়া এলাকায় বন্ধ রাখা হয়েছে স্থানীয় দোকানপাট।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।