ছয় দফা দাবিতে দেশব্যাপী ছাত্র সমাবেশের ডাক গণতান্ত্রিক ছাত্র জোটের

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১ অক্টোবর ২০২৩

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ৬ দফা দাবিতে দেশব্যাপী ছাত্র সমাবেশের ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। আজ রবিবার (১ অক্টোবর ২০২৩) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ সমাবেশের ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতৃবৃন্দ।

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল।

লিখিত বক্তব্যে সাদেকুল ইসলাম সোহেল বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশের জনগণ হিসাবে আমরা দুঃসহ সময় পার করছি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে দেশ। রাতের অন্ধকারে ভোট ডোকাতির মধ্যদিয়ে জোরপূর্বক ক্ষমতায় আসা একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন যাবৎ জনগণের কাঁধে চেপে আছে। আবারও তারা একই পথ অবলম্বন করে দেশি-বিদেশি মদদে ক্ষমতায় আসার চেষ্টা করছে। যার ফলে বাংলাদেশের রাজনীতিতে সাম্রাজ্যবাদী- আধিপত্যবাদী শক্তিগুলোর হস্তক্ষেপের ক্ষেত্রে পরিণত হয়েছে।

আওয়ামী লীগের নেতা কর্মী, আমলা এবং ব্যবসায়ীরা মিলে গত ১৫ বছরে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। উন্নয়নের নামে একদিকে বৈদেশিক ঋণ যেমন বাড়ছে, অন্যদিকে সেই অর্থের একটা বড় অংশ আবার লুটপাট হয়ে যাচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতার ও মানুষের বাকস্বাধীনতা হরণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের নামে সাইবার নিরাপত্তা নামক কালো আইন বলবত রেখেছে। অসংখ্য মানুষ আজ গণবিরোধী আইনের ভুক্তভোগী। 

তিনি আরো বলেন, দেশের শিক্ষাঙ্গনের পরিস্থিতি আরো খারাপ। দেশের শিক্ষাব্যবস্থা বহুভাগে বিভক্ত। মানসম্মত সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে পারছে না। ক্রমাগত বাড়ানো হচ্ছে শিক্ষা ব্যয়। শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ ও শিক্ষা সংকোচন নীতি বেপরোয়া গতিতে এগিয়ে নিচ্ছে সরকার। ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখতেই কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস-দখলদারিত্ব কায়েম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।  আর এই আধিপত্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে ক্ষমতাসীনরা।

এ রকম পরিস্থিতিতে ছাত্র সমাজসহ সর্বস্তরের জনগণ ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্তি চাইছে। বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসনের ভয়াবহতাকে রুখতে সর্বস্তরের মানুষের ঐক্যবন্ধ সংগ্রাম প্রয়োজন। আমরা গণতান্ত্রিক ছাত্রজোট ছাত্র-শিক্ষক-শ্রমিক-কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬ দফা দাবি হলো- ১. ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। ২. সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক এবং একই ধারার শিক্ষা নীতি প্রণয়ন করা। জাতীয় শিক্ষাক্রম- ২০২১ বাতিল করতে হবে। ৩. কাগজ-কলমসহ শিক্ষা উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাও। ৪. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ কর। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ৫. সাইবার নিরাপত্তা আইন ও অত্যাবশ্যকীয় পরিষেবা বিল- ২০২৩ বাতিল কর। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে। ৬. রাষ্ট্রীয়ভাবে খুন নির্যাতন ও বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ করা। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বন্ধ কার ও স্বায়ত্তশাসন নিশ্চিত করা।

সংবাদ সম্মেলন থেকে উক্ত ৬ দফা দাবিতে দেশব্যাপী বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানের স্থানগুলো হলো: ১৩ অক্টোবর চট্টগ্রামে ছাত্র সমাবেশ ; ১৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবেশ; ৪ নভেম্বর রংপুরে ছাত্র সমাবেশ; ৫ নভেম্বর বগুড়ায় ছাত্র সমাবেশ; ৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ; ১১ নভেম্বর বরিশালে ছাত্র সমাবেশ; ১৭ নভেম্বর সিলেটে ছাত্র সমাবেশ; ১৮ নভেম্বর ময়মনসিংহে ছাত্র সমাবেশ ও ২৪ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সালমান সিদ্দিকী, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট; ছায়েদুল হক নিশান, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল; রাকিবুল রনি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন; এহতেশাম ইমন, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন; অঙ্কন চাকমা, সভাপতি, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও তাওফিকা প্রিয়া, সভাপতি (ভারপ্রাপ্ত), বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।

সংবাদ সম্মেলনে সাদেকুল ইসলাম সোহেলসহ উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More