জনতার হাতে আটক সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের উদ্ধারে সেনাবাহিনীর লাঠিচার্জ, গুলি বর্ষণ

মানিকছড়ির তবলা পাড়ায় জনতার হাতে আটক সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গাড়িতে করে নিয়ে সময় সেনারা জনতার প্রতিরোধের মুখে পড়ে। ছবিটি কালাপানি এলাকা থেকে তোলা।
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৭ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়ি উপজলোর বাটনাতলী ইউনিয়নের তবলা পাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গিয়ে জনতার হাতে আটক হওয়া সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের উদ্ধার করতে গিয়ে সেনাবাহিনী গুইমারার কালাপানি এলাকায় বিক্ষুব্ধ জনতার ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, আজ রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে ৬ জনের একদল সশস্ত্র মুখোশ সন্ত্রাসী মানিকছড়ি উপজেলাধীন তবলা পাড়ায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে স্থানীয় জনতা তাদেরকে ধরে ফেলে। পরে তাদের উদ্ধারে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখে। দীর্ঘক্ষণ চেষ্টার পর সেনাবাহিনী জনতার হাত থেকে সন্ত্রাসীদের উদ্ধার করতে সক্ষম হয়।

সশস্ত্র অবস্থায় জনতার হাতে আটক হওয়া সেনাদের লেলিয়ে দেয়া ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা (গোল চিহ্নিত)।
এরপর বিকালে গাড়িতে করে সন্ত্রাসীদের নিয়ে যাওয়ার সময় এলাকার বিক্ষুব্ধ জনতা গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় সন্ত্রাসীদের বহনকারি সেনাদের গাড়ি পথরোধ করে প্রতিবাদ জানাতে থাকে।
এক পর্যায়ে সেনারা জনতাকে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা চলছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।