জবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

0

গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৭ মার্চ ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসে ফ্যাসিবাদী আধিপত্যবাদী সংস্কৃতি রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

শনিবার (১৬ মার্চ ২০২৪) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হতে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়৷

গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা’র সভাপতিত্বে ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সভাপতি মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অরূপ দাস শ্যাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সহ সম্পাদক মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক নাঈম উদ্দিন প্রমুখ৷

বক্তব্য রাখছেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা

ছাত্র জোটের সমন্বয়ক অঙ্কন চাকমা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে সারাদেশের প্রতিটি ক্যাম্পাস নিপীড়কের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যে আধিপত্যের সংস্কৃতি একজন শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে নিয়ে যায়, তার মূলোৎপাটন ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে না। ফাইরুজ অবন্তিকার সুইসাইড নোটে উল্লেখিত টেকনিক্যাল মার্ডারের সমস্ত আয়োজন তৈরি করে রেখেছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। যৌন হয়রানির অভিযোগ করেও বিচার না পেয়ে আত্মহত্যার পরিবেশ শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, ঢাবি, জাবিসহ সর্বত্রই যৌন নিপীড়কদের রক্ষায় প্রশাসন নির্লজ্জ ক্ষমতার চর্চা করছে। এই ছাত্রলীগ-প্রশাসনের নিপীড়নের সিন্ডিকেট ভেঙ্গে দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে৷

সমাবেশে নিপীড়ক আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামসহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সাথে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More