জামিনে কারামুক্ত হলেন লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা লাংকম ম্রো
নিজস্ব প্রতিবেদক, সিএইচটি নিউজ
বুধবার, ২৮ জুন ২০২৩

লামা রাবার ইন্ডাস্ট্রিজের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দীর্ঘ প্রায় তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব ও লাংকম পাড়া প্রধান লাংকম ম্রো।
আদালতের জামিন আদেশের পর গত ২৬ জুন ২০২৩ রাত ৮টায় তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।
কারামুক্তির পর লাংকম ম্রো লামা সরইয়ে ম্রো এবং ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি রক্ষার লড়াই চালিয়ে নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, মামলা, হামলা এবং ভয় দেখিয়ে আমাদের জুম ভূমি রক্ষার আন্দোলনকে কখনো দমানো যাবে না।
তিনি ম্রো ও ত্রিপুরাদের নামে এ যাবৎ দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ৪০০ একর জুম ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করার জোর দাবি জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লামা সরই ইউনিয়নের রেংয়েন কার্বারি পাড়া, লাংকম কার্বারি পাড়া ও জয় চন্দ্র ত্রিপুরা পাড়াবাসীদের ৪০০ একর জুম ভূমি বেদখল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে হয়রানি করার লক্ষ্যে গত ১ মার্চ লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র সহকারী ম্যানেজার আব্দুল মালেক বাদী হয়ে ১২ জনের নামে লামা থানায় একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করে। উক্ত মামলায় জামিন নিতে গত ৩০ মার্চ লাংকম ম্রো, রংধজন ত্রিপুরা, রেংয়েন ম্রো, রিংরং ম্রো, দুইথং ম্রোসহ ৮ জন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গেলে আদালত ৭ জনের জামিন মঞ্জুর করলেও লাংকম ম্রোকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর ১৭ এপ্রিল বান্দরবান জেলা আদালত তার জামিন মঞ্জুর করলেও রাবার ইন্ডাস্ট্রিজের দায়েকৃত আরেকটি মামলায় তাকে শ্যেন এরেস্ট দেখানো হয়। এরপর থেকে তিনি প্রায় তিন মাস ধরে কারাবন্দি অবস্থায় ছিলেন।
এর আগে ১ মার্চ একই মামলায় ভূমি রক্ষা কমিটির আরেক নেতা মথি ত্রিপুরাকে পুলিশ গ্রেফতার করেছিল। তিনিও প্রায় এক মাস কারাভোগ করার পর জামিনে মুক্তি পেয়েছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন