জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিক হত্যার ১ বছর উপলক্ষে কুদুকছড়িতে পোস্টারিং

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
গত বছর ১৯-২০ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার হামলা, তান্ডবলীলা ও জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিক হত্যার ১ বছর উপলক্ষে রাঙামাটির কুদুকছড়িতে পোস্টারিং করা হয়েছে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, বোধিপুর, খামার পাড়া, আবাসিক, কুদুকছড়ি বাজারে পোস্টারিং করা হয়। এছাড়া নান্যাচর উপজেলার ঘিলাছড়ি বাজারেও পোস্টারিং করা হয়েছে।

পোস্টারগুলোতে “অবিলম্বে জুনান-রুবেল-ধনঞ্জয় ও অনিক খুনীদের গ্রেফতার কর, সাজা দাও; অনিকের বার্ষিক শ্রদ্ধানুষ্ঠান আয়োজনে হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি বরদাস্ত করবো না, মোত্তালেব বাহিনী ও সেনাবাহিনী ভাই ভাই, আত্মরক্ষার্থে লড়াই ছাড়া আর উপায় নাই; পাহাড়ে যত দুর্গতি মোত্তালেব বাহিনী, সেনাবাহিনী ও সন্তু বাহিনী: অপারেশন উত্তরণের নামে দমন-পীড়ন বন্ধ কর; নির্বিচার ধরপাকড়, মিথ্যা মামলায় ফাঁসানোর জালিয়াতি বন্ধ কর”.. এমন নানা শ্লোগান লেখা রয়েছ।


উল্লেখ্য, গত বছর জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই ১৯-২০ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটি শহরে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এতে দীঘিনালায় সেনাবাহিনীর নির্যাতনে নিহত হন ধন রঞ্জন চাকমা, খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে নিহত হন জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা এবং রাঙামাটিতে সেটলার বাঙালিরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে অনিক চাকমাকে।
এক বছরেও অন্তর্বর্তী সরকার এ নৃশংস ঘটনার বিচারে কোন উদ্যোগ গ্রহণ করেনি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।