জুম্ম জাতীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জেএসএসের প্রতি আহ্বান উষাতন চাকমার
অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

জুম্ম জাতীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র-জনতার সংগ্রাম পারিষদের সভাপতি উষাতন চাকমা। একই সাথে তিনি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্যও তাদের প্রতি আহ্বান জানান।
আজ ২৮ আগস্ট ২০২৫, নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উষাতন চাকমা বলেন, “আমি ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে জনসংহতি সমিতির (সন্তু লারমা) নেতাকর্মীদেরকে জুম্ম জাতীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি।
“আমি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে, জেএসএস সন্তু লারমা দলের সদস্যরা বর্তমানে পানছড়ি, দীঘিনালাসহ বিভিন্ন জায়গায় শাসক বাহিনীর সাথে সমন্বয় করে এক যোগে জনগণের স্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছেন।
“জনসংহতি সমিতির (সন্তু লারমা) নেতাকর্মীদের মনে রাখা দরকার, শাসক বাহিনীর স্বার্থ ও জুম্ম জনগণের স্বার্থ এক নয়, বরং একে অপরের বিপরীত। তাই শাসক বাহিনীর সাহায্য নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত দল ও সংগঠনগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা একটি আত্মঘাতী কাজ ও জাতীয় স্বার্থের জন্য হানিকর। আমি তাদেরকে এ ধরনের ন্যাক্কারজনক ও ঘৃন্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি জেএসএসের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “জেএসএস (সন্তু লারমা) নেতাকর্মীদের বলতে চাই, বাংলাদেশের শাসকগোষ্ঠীর কৌশল হলো জুম্ম দিয়ে জুম্ম ধ্বংস করা। আপনারা শাসকগোষ্ঠীর এই ষড়যন্ত্রে শরীক হয়ে স্বজাতির ক্ষতি সাধন করবেন না।
“যেখানে জেএসএস (সন্তু লারমা) নেতৃত্বের উচিত সকলকে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা অথবা অন্যের ঐক্যের প্রচেষ্টায় অকাতরে সামিল হওয়া এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করা, সেখানে কোন কারণ ছাড়াই নিজ ভাইয়ের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়ে শাসকগোষ্ঠীকে লাভবান করা কোনভাবে দেশপ্রেমের পরিচয় হতে পারে না। জেএসএসের (সন্তু লারমা) এই ভূমিকা তাই জনগণের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।”
তিনি জেএসএস সন্তু লারমা দলের নেতাকর্মীদেরকে শাসক বাহিনীর বি-টিম হিসেবে ব্যবহৃত না হয়ে অবিলম্বে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।