জুরাছড়িতে দুই ব্যক্তিকে আটকের অভিযোগ

রাঙামাটি ।। রাঙামাটির জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নের পেকপাড়া নামক গ্রাম থেকে দুই ব্যক্তিকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১৩ আগস্ট ২০২১) রাতে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
আটককৃতরা হলেন হলেন- তুহিন চাকমা (২৮), পিতা-ধন কুমার চাকমা, গ্রাম-পেকপাড়া ও অমর চান চাকমা (৩৫), পিতা-গুনোচন্দ্র চাকমা, গ্রাম-পেকপাড়া।
এদের মধ্যে তুহিন চাকমা গ্রামে টিউশানি করেন। আর অমর চাকমাকে কিছুদিন আগেও সেনাবাহিনীর সদস্যরা জুরাছড়ি সেনা জোনে ধরে নিয়ে গিয়ে হয়রানির পর ছেড়ে দিয়েছিল।
জানা যায়,গতকাল রাত আনুমানিক ৮:৩০ টার দিকে জুরাছড়ি সেনা জোনের অধীন চিলেতলী এলাকায় নতুন স্থাপিত সিমেইগাজ’ চুগ আইমাছড়া সেনা ক্যাম্প থেকে জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে ১২ জনের একটি সেনাদল জুরাছড়ি ইউনিয়নের পেকপাড়া গ্রামে যায়। এসময় সেনা সদস্যরা তুহিন চাকমা ও অমর চান চাকমাকে আটক করে।
আটকের পর সেনারা উক্ত দুই ব্যক্তিকে পেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়ে আটক করে রাখে। পরে সেনাদলটি জানায় যে, ‘এলাকার হেডম্যান ও কার্বারিরা যদি নিজেরা এসে আটককৃতদের নিয়ে না যায়, তাহলে তাদেরকে মেরে ফেলা হবে’।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আটককৃতদের ছেড়ে দেয়া বা থানায় সোপর্দ করা হয়েছে কিনা তার বিস্তারিত জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।