জুরাছড়িতে পুলিশ সদস্যের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!
রাঙামাটি, সিএইচটি নিউজ
সোমবার, ২৯ মে ২০২৩

রাঙামাটির জুরাছড়িতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সদস্য রবিউল হোসেন উপজেলা সোনালী ব্যাংক লিমিটেড-এ কর্মরত। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করে রাঙামাটি জেলা সদরে ক্লোজ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত শনিবার (২৭ মে ২০২৩) বিকালে জুরাছড়ি উপজেলা সদরের সোনালী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত শনিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে ভুক্তভোগী ওই ছাত্রীসহ আরো কয়েকজন ছাত্রী প্রাইভেট পড়া শেষে থেকে বাড়িতে ফিরছিল। ফেরার পথে সোনালী ব্যাংকের পাশে পৌঁছলে ওই ব্যাংকে কর্মরত পুলিশ সদস্য রবিউল হোসেন ছাত্রীদের ঝাপটে ধরার চেষ্টা করে। এতে বাকীরা সরে যেতে পারলেও ভুক্তভোগী ছাত্রীকে ধরে ফেলতে সক্ষম হয় লম্পট রবিউল। একপর্যায়ে (রবিউল) ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় ও তার গোপন স্থানে ধরে চাপ দিয়ে যৌন নিপীড়ন করে।
এ ঘটনার পর শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার (২৯ মে) তাকে চিকিৎসার জন্য জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফ খান তার রিপোর্টে শিশুটি শারীরিক ও মানসিকভাবে আঘাত পাওয়ার কথা বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
জুরাছড়ি থানার ওসি মোঃ আলমগীর হোসেন অভিযুক্তকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিযে বলেন, তাকে রাঙামাটি পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী জেলা সদরে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।
উক্ত ঘটনায় এখনো থানায় মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন