জুরাছড়িতে স্কুল শিক্ষকসহ ৩ গ্রামবাসীকে ক্যাম্পে ধরে নিয়ে হয়রানির অভিযোগ

রাঙামাটি ।। রাঙামাটির জুরাছড়ি উপজেলার কান্দেবছড়া এলাকা থেকে স্কুল শিক্ষকসহ ৩ গ্রামবাসীকে ক্যাম্পে ধরে নিয়ে ৪-৫ ঘন্টা আটকে রেখে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া লুলংছড়ি গ্রাম থেকে ১৯টি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলেও গ্রামাবাসীরা অভিযোগ করেছেন।
আজ রবিবার (৮ আগস্ট ২০২১) পৃথকভাবে এ দু’টি ঘটনা ঘটে।
হয়রানির শিকার গ্রামবাসীরা হলেন- কান্দেবছড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ডের নির্বাচিত সদস্য কল্যাণময় চাকমা বাবু (৩০), পিতা-রবীচন্দ্র চাকমা, ফগিরাছড়া গ্রামের বাসিন্দা ও ফগিরাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল কুমার চাকমা ও সাধারণ গ্রামবাসী চিজি চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর রাতে বনযোগীছড়া সেনা জোনের ৭ বেঙ্গলের অধীন ফগিরাছড়ি সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নুরুল আলম এর নেতৃত্বে ১২-১৫ জনের একটি সেনাদল পার্শ্ববর্তী কান্দেবছড়া গ্রামে যায়। ভোর ৪:৪০ টার দিকে সেনাদলটি কান্দেবছড়া গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ডের সদস্য কল্যাণময় চাকমা বাবুকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে এবং ফগিরাছড়া সেনা ক্যাম্পে আটক করে রাখে। এরপর সেনাদলটি ফগিরাছড়া গ্রামের ফগিরাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল কুমার চাকমা ও সাধারণ গ্রামবাসী চিজি চাকমাকেও ক্যাম্পে ডেকে নিয়ে যায়।
প্রায় ৪-৫ ঘন্টা সেনা ক্যাম্পে আটক রাখার পর সকাল প্রায় ১০:৩০ টার দিকে কল্যাণময় চাকমা বাবুকে এবং দুপুর ১২ টার দিকে শিক্ষক লাল কুমার চাকমা ও চিজি চাকমাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।
অপরদিকে, ভোর আনুমানিক ৫টার সময় একই উপজেলার লুলংছড়ি সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার খোরশেদ এর নেতৃত্বে অপর একটি সেনা দল লুলংছড়ি গ্রামে যায়। এসময় সেনা সদস্যরা লুলংছড়ি গ্রামের সাধারণ জুম্ম গ্রামবাসীদের কাছ থেকে ১৯টি মোবাইল জোরপূর্বক কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া যায়।
যাদের মোবাইল কেড়ে নেয়া হয় তারা হলেন- মিটন চাকমা, হৃদয় চাকমা, রিপেল চাকমা, পূর্ণ চাকমা, আবু চাকমা, গুরিধন চাকমা, রিকেল চাকমা, চিত্তি চাকমা, রিপন চাকমা, বাদি চাকমা, হাদেন্দ্র চাকমা, ভাগ্যধন চাকমা, লালন চন্দ্র চাকমা, জয় বিজয় চাকমা, রুপ্পো চাকমা, রিটেশ চাকমা, সন্দিকা চাকমা, নোবেল চাকমা, নলিনাক্ষ চাকমা।
জানা গেছে, ঐ সময়ে লুলংছড়ি গ্রামবাসীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হয়। এমন সময় সেনাদলটি সেখানে গিয়ে উক্ত গ্রামবাসীদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কেড়ে নেওয়া মোবাইল ফোনগুলো গ্রামবাসীদের নিকট ফিরিয়ে দেওয়ার তথ্য পাওয়া যায়নি। (তথ্যসূত্র: হিল ভয়েস)
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।