টেকনাফের আমতলী চাকমা গ্রামে ভূমি দস্যু ও পুলিশী হামলার বিচার দাবিতে মানববন্ধন
কক্সবাজার : টেকনাফ উপজেলার হোয়াইক্যঙ ইউনিয়নের আমতলী গ্রামে গত২৯ ও৩০ মে প্রভাবশালী ভূমি দস্যু আব্দুল হক বাহিনী ও পুলিশের যৌথ হামলার বিচারের দাবিতে উখিয়া-টেকনাফের ১২টি চাকমা গ্রামের জনগণ কক্সবাজার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। 