টেকনাফে চাকমা পল্লীতে পুলিশ-ভূমি দস্যুর যৌথ হামলার তদন্ত ও বিচার দবি
১. তদন্ত টীম মনে করে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। ২৯ ও ৩০ মে আসামী ধরার নামে পুলিশ বাহিনী ভুমিদস্যু আব্দুল হকের দলবলসহ আমতলী গ্রামে যে হামলা চালানো হয়েছে তাতে পুলিশ ভূমিদস্যূদের পক্ষ অবলম্বন করেছে। তদন্তটীম পুলিশের এ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে।
