ঠ্যাঙাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পোস্টারিং
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২১ জুন ২০২৪
রাঙামাটির সাজেকে ঠ্যাঙাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে পোস্টারিং করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।
গতকাল বৃহস্পতিবার (২০ জুন) বিভিন্ন শ্লোগান লেখা হাতে লেখা পোস্টার সাজেকের বিভিন্ন স্থানে সাঁটানো হয়।
পোস্টারগুলোতে “সাজেকে ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর; ঠ্যাঙাড়েদের আশ্রয়দাতা লে. ক. খায়রুল আমিনকে প্রত্যাহার কর; নাঈম-এর খুনীদের গ্রেফতার-বিচার কর; সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতার কর; সন্ত্রাসীদের আশ্রয়দাতা হলেন খায়রুল আমিন; কানা খায়রুল তার ক্যাম্পের পাশের সন্ত্রাসী দেখে না; অবিলম্বে ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দাও; সাজেকে ঠ্যাঙাড়ে বাহিনী চাই না; ঠ্যাঙাড়ে উৎপাত সহ্য করা হবে না; যে দল আমাদের সুখে থাকতে দেবে না, আমরাও তাদেরকে এখানে থাকতে দেব না; সাজেকের মাটি বীরের ঘাঁটি” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুন সাজেকের বাঘাইহাট বাজারে সেনাবাহিনীর নিরাপত্তায় অবস্থানরত ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের অপকর্মের বিরুদ্ধে এলাকার জনতা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের এক পর্যায়ে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা গুলি চালালে মো. নাঈম নামে শান্তি পরিবহন বাস চালকের এক হেলপার নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। উক্ত ঘটনার প্রেক্ষিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি গঠিত হয় এবং এ কমিটির উদ্যোগে উক্ত পোস্টারিং করা হয়।









সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।