ডিওয়াইএফ’র মাটিরাঙ্গা উপজেলা সভাপতি দারাজ চাকমাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২ মার্চ ২০২৪রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্টপোষকতায় গড়া ঠ্যাঙাড়ে ‘নব্য মুখোশ’ সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি দারাজ চাকমা (রিকেন)-কে অপহরণের পর পুলিশ কর্তৃক গ্রেফতার দেখানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা।
আজ শনিবার (২ মার্চ ২০২৪) গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখা সভাপতি ক্যামেরন দেওয়ান ও সহ-সাধারণ সম্পাদক পিংকু চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার বিকাল ৫টায় দারাজ চাকমা খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলার সাইংগুলি পাড়া থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে সাংগঠনিক কাজে শনখলা পাড়ায় যাচ্ছিলেন। তিনি বড় পিলাক স’মিল এলাকায় পোঁছলে সেখানে আগে থেকে অবস্থান করা ৫/৬ জনের একদল ‘নব্য মুখোশ’ সন্ত্রাসী তাঁর মোটর সাইকেল গতিরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা তাঁকে অমানুষিক শারীরিক নির্যাতনের পর সন্ধ্যায় গুইমারা সেনা ব্রিগেডে নিয়ে গিয়ে সেনাবাহিনীর কাছে তুলে দেয়।
পরে সেখান থেকে রাত আনুমানিক সাড়ে ৮ টায় গুইমারা থানায় সোপর্দ করলে পুলিশ তাকে গুইমারা ডাক্তার টিলায় বিশেষ অভিযানে ‘অস্ত্র’সহ গ্রেফতার দেখায়। কিন্তু পুলিশ ‘বিশেষ অভিযানে’ গ্রেফতারের নামে যা করেছে তা সম্পুর্ণ সাজানো নাটক ছাড়া কিছুই নয়।
নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ অপহরণকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো অপহরণ ও নির্যাতনের শিকার হওয়া দারাজ চাকমাকে গ্রেফতার করে নিন্দনীয় ও ন্যাক্কারজনক কাজ করেছে। এতেই প্রমাণ হয়েছে প্রশাসন সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে দারাজ চাকমার নিঃশর্ত মুক্তি এবং খুন-অপহরণে জড়িত ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।