ঢাকায় ছাত্রনেতা দিলীপ রায়সহ আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
ঢাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক দিলীপ রায়সহ আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) বিকালে স্বনির্ভর বাজার হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নারাঙহিয়া চৌরস্তা ঘুরে আবার স্বনির্ভরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশ বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি অনিমেষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দেশে জনমানুষের আকাঙ্ক্ষা ছিলো ভয়ভীতিহীনভাবে চলাফেরা করবে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ওপর জুলুম-নিপীড়ন বন্ধ হয়নি। বর্তমান ইউনুসের অন্তর্তর্বতী সরকারের যে আচরণ তা পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে তেমন কোন পার্থক্য দেখা যাচ্ছে না। আজকে ছাত্রনেতা দিলীপ রায়, নারী নেত্রী সীমা দত্তসহ বকেয়া বেতন-ভাতার পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা তাই প্রমাণ করেছে।
তারা আরো বলেন, সারা দেশে নারী ধর্ষণ-নির্যাতন, হামলা, হত্যাকাণ্ডের ঘটনা। কিন্তু এই সরকার এসব ঘটনা বন্ধ করতে ব্যর্থ হয়ে আন্দোলনকাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। এটা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য মঙ্গলজনক নয়।

তারা বলেন, পতিত হাসিনার শাসনামলে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী ও তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের দ্বারা খুন-গুমের বিচার এখনো হয়নি। জুলাই অভ্যুত্থানে হাসিনার পতন হলেও পাহাড়ে তার আমলের শাসন কাঠামো এখনো চলমান রয়েছে। সেনাবাহিনীর মদদে এখনো আগের মতোই চলছে হত্যা, গুম-খুনের মতো ঘটনা।
সমাবেশ থেকে বক্তারা ঢাকায় ছাত্রনেতা দিলীপ রায়সহ আন্দোলনরত শ্রমিকদের ওপর বর্বরোচিত হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচার এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে গণতান্ত্রিক মিছিল-সমাবেশে হামলা-মামলা-গ্রেফতার বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।