ঢাকায় শাক্যমুনি বৌদ্ধ বিহারে বিজয় চাকমার ওপর সন্তু গ্রুপের হামলা

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার মিরপুরস্থ শাক্যমুনি বৌদ্ধবিহারে মধু পূর্ণিমা উপলক্ষে প্রার্থনা করতে যাওয়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র বিজয় চাকমার ওপর জেএসএস সন্তু গ্রুপের লোকজন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সন্ধ্যার সময় মধু পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় প্রার্থনার জন্য বিজয় চাকমা মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহারে যান। বিহারে প্রবেশ করার পর এক অপরিচিত ব্যক্তি তাকে বাইরে ডেকে নেয়। তার ডাকে তিনি বাইরে গেলে সন্তু লারমার ছাত্র সংগঠনের ক্যাডার অভি চাকমা সিগারেট খেতে খেতে ৪-৫ জন সহযোগীসহ তাকে ঘিরে ধরে। এসময় বিজয়ের মোবাইল কেড়ে নিয়ে অভি তাকে বলে—“তুই ফেইক আইডি ব্যবহার করে আমাকে গালাগালি করিস না? তোকে আজ পাইছি।”

কিন্তু মোবাইল চেক করার পরও কোনো প্রমাণ না পাওয়া সত্ত্বেও, অভি চাকমার নেতৃত্বে বিজয়ের ওপর হামলা ও তাাকে মারধর করা হয়।

পরে বিষয়টি মীমাংসার জন্য বিজয় তার বন্ধুদের ডাকলে, অভি চাকমার নেতৃত্বে সন্তু লারমার ক্যাডাররা তাদের ওপরও হামলে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয় এবং এতে বেশ কয়েকজন আহত হন।

বিহার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাক্যমুনি বৌদ্ধ বিহার দখলের পরিকল্পনা আগেই সাজানো ছিল। দীর্ঘদিন ধরে সন্তু লারমার ঘনিষ্ঠ ক্যাডার দীপায়ন খীসা কোনো আয়-ইনকাম না থাকায় বিহার পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা বিহারের অধ্যক্ষকেও অনলাইনে নানাভাবে চরিত্রহনন করে আসছিলেন। অবশেষে কয়েকদিন আগে তারা বিহার পরিচালনা কমিটি দখল করতে সক্ষম হন।

ধারণা করা হচ্ছে, নিজেদের প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণ প্রদর্শনের অংশ হিসেবেই বিজয় চাকমাকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More