ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা”র কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

0


রাবি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা”র পূর্ব ঘোষিত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে উগ্র জাতীয়বাদী ও ধর্মীয় ফ্যাসিবাদি সংগঠন “স্টুডেন্ট ফর সভারেন্টি” কর্তৃক হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যিালয়ে মশাল মিছিল হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃত্বে অনুষ্ঠিত মশাল মিছিলে জোটভূক্ত ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া এতে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন (সাকি) ও ছাত্র গণমঞ্চ এর নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন।

মিছিলের পর বিপ্লবী ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আলিফ হোসেন এর সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে উপরোক্ত সংগঠনগুলোর নেতৃবৃন্দ আজকের ঢাকায় সংঘটিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উগ্র জাতীয়বাদী, ধর্মীয় ফ্যাসিবাদি রাজনীতির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা হামলার সুষ্ঠু তদন্তপূর্বক এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধংসের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুটি কয়েক নেতা, হাসিনার অনুগত সেনাপ্রধান, বিএনপি, জামাতসহ বুর্জোয়া দলগুলোর নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার এখন দেশের শাসন ব্যাবস্থা পরিচালনা করছে। 

এই সরকার গঠিত হওয়ার শুরুতেই আন্দোলনে যুক্ত গণতান্ত্রিক ছাত্রজোট, ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চার মত সংগঠন, আদিবাসী জাতি সম্প্রদায়সহ শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত ও নিপীড়িত জাতি ও জনগণের সংগ্রাম ও কৃতিত্বের দীর্ঘকালীন সংগ্রামকে অস্বীকার করেছে বা করছে। এরই অংশ হিসাবে তারা ক্ষমতায় আসার পর থেকেই ধর্মের নামে রাজনীতি করা সংগঠনগুলোর ফ্যাসিবাদী কর্মকাণ্ডের অনুমোদন ও প্রশ্রয় দিচ্ছে।  যার ধারাবাহিক বাস্তবতা আমরা দেশের বিভিন্ন জায়গায় মাজার উচ্ছেদ, লালন শাহ কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে হামলা আমরা প্রত্যক্ষ করছি। হাসিনা আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও আওয়ামী পুনর্বাসনসহ বিভিন্ন স্বৈরাচারী প্রজেক্ট তাদের দারা পরিচালিত হচ্ছে।  যার প্রমাণ আজকের সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার পূর্ব ঘোষিত কর্মসূচিতে উগ্র জাতীয়বাদী ও ধর্মীয় ফ্যাসিবাদী সংগঠন “স্টুডেন্ড ফর সভারেন্টি” কর্তৃক হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ধর্মীয় ফ্যাসিস্ট বাহিনীর শাস্তির দাবি করছি। 

বক্তারা আরো বলেন, সাম্প্রতিককালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরান পুড়িয়ে বা কোরান ধংসের সাইন দেখিয়ে অজ্ঞাত কোনো গোষ্ঠি ধর্মীয় সংঘাত তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গনতান্ত্রিক ছাত্রজোটের পক্ষ থেকে আমরা এই অপতৎপরতার সাথে জড়িত গোষ্ঠি ও সদস্যদের চিহ্নিতপূর্বক শাস্তি এবং ধর্মীয় ফ্যাসিবাদের সংস্কৃতিকে উচ্ছেদ করার দাবি জানাচ্ছি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More