ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার” মিছিলে হামলায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের নিন্দা
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
গত ১৫ জানুয়ারি ২০২৫ ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা”র এনসিটিবি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পরিকল্পিতভাবে “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামক উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর একটি ভুঁইফোড় সংগঠনের সন্ত্রাসী হামলায় ১০-১৫ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ (সি-জেএসপি), পার্বত্য চট্টগ্রাম।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে হামালাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।