ঢাকায় সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
ঢাকায় সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
উল্লেখ্য, গতকাল ঢাকার মতিঝিলে “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার” এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রনালয় অভিমুখে যেতে চাইলে শিক্ষা ভবনের সমানে পুলিশ তাদের বাধা দেয় ও জলকামান ও লাঠিচার্জ করে হামলা চালয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।
উক্ত পুলিশী হামলার প্রতিবাদে পিসিপি আজ (১৬ জানুয়ারি ২০২৫) বিকালে খাগড়াছড়িতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে। তারা খাগড়াছড়ি গেইট থেকে মিছিল নিয়ে কাশেম স’মিল চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা।

শুভাশীষ চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনের পরও পুলিশের আচরণের কোন পরিবর্তন হয়নি। তারা এখনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে, হামলা চালাচ্ছে। আজকে সংক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিলে তারা জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা আমলের মতো এই পুলিশী হামলার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।

তিনি আজকে ছাত্র-জনতার মিছিলে পুলিশী হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গতকাল এনসিটিভি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রত-জনতার কর্মসূচিতে হামলায় জড়িত স্টুডেন্টস ফর সভারেন্টি’র সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।