ঢাকা যাওয়ার সময় শিক্ষার্থী অংসালা মারমাকে আটকের ঘটনায় পিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়ি হতে রাজধানী ঢাকায় যাওয়ার সময় ঢাকা সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী অংসালা মারমাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।
আজ রবিবার (২০ এপ্রিল ২০২৫) পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঢাকা সরকারি বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অংসালা মারমা গতকাল (শনিবার) রাত আনুমানিক ১০টায় মানিকছড়ি হতে শান্তি গাড়ি যোগে ঢাকায় তার শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। রাতে সাড়ে ১০টা দিকে তিনি গুইমারার জালিয়া পাড়ায় পৌঁছলে সেনাবাহিনীর সদস্যরা গাড়িটি চেক করে তাকে গাড়ি থেকে নামিয়ে রাখে। এরপর তাকে আটক করে সিন্দুকছড়ি সেনাজোনে নিয়ে যায়। তাকে এখনো সেখানে আটক রাখা হয়েছে।
বিবৃতিতে নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে সব কিছু পরিবর্তন হলেও পার্বত্য চট্টগ্রামে অবস্থা আগের মতোই রয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি রেখে অন্যায়ভাবে গ্রেফতার-আটক, নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। স্বাভাবিকভাবে চলাফেরা করার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। ঢাকায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার পথে অংসালা মারমাকে আটকের ঘটনা তার সুষ্পষ্ট প্রমাণ দেয়।
নেতৃত্বদয় অবিলম্বে শিক্ষার্থী অংসালা মারমাকে নিঃশর্ত মুক্তি এবং পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহারপূর্বক অন্যায় ধরপাকড় ও দমন-পীড়ন বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
অপরদিকে, বাংলা কলেজের আদিবাসী ছাত্র কল্যাণ সংসদের দপ্তর সম্পাদক উষাল ত্রিপুরা স্বাক্ষরিত এক বিবৃতিতে শিক্ষার্থী অংসালা মারমাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।