তথাকথিত জাতীয় রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে কাউখালীতে পোস্টারিং

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৪ জুলাই ২০২৫
তথাকথিত জাতীয় রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি প্রভৃতিতে যোগ না দেয়ার আহ্বান জানিয়ে রাঙামাটির কাউখালি উপজেলার কলমপতি, ফটিকছড়ি ও বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ব্যাপক পোস্টারিং হয়েছে।
রবিবার (১২ জুলাই) ও আজ সোমবার (১৪ জুলাই) ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ এসব পোস্টারিং করেছে বলে জানা গেছে।
হাতে লেখা এসব পোস্টারে এ লেখা শ্লোগানগুলোর মধ্যে রয়েছে- নৌকা, পাল্লা, ধানের শীষ, তিন দলেরই একই বিষ; বিএনপি করে যারা, জনগণের শত্রু তারা; ফ্যাসিস্ট দল বিএনপিতে যোগ দেবেন না; উগ্রজাতীয়তাবাদী বিএনপিতে যোগ দেবেন না; বিএনপি কী করেছে, পাহাড়িদের মেরেছে; সেটেলার পার্টি বিএনপিতে যোগ দেবেন না; চাকমা, মারমা, ত্রিপুরা, আমরা সবাই জুম্ম সেনা; চাকমা, মারমা, ত্রিপুরা, গড়ে তোল একতা; রামগড়ের জমি বেদখল করেছে কে? বিএনপি; মানিকছড়ির জমি বেদখল করেছে কে? বিএনপি; দুর্নীতিবাজদের দল বিএনপিতে যোগ দেবেন না; পাহাড়ি-বিদ্বেষী দল বিএনপি থেকে দূরে থাকুন; বিএনপির রাজনীতি পাহাড়ি ধ্বংসের রাজনীতি; লোগাং, মহালছড়ি ভুলি নাই, বিএনপি তোদের রক্ষা নাই; রামগড়ের জমি ভুলি নাই, বিএনপি তোর রক্ষা নাই; মানিকছড়ির জমি ভুলি নাই, বিএনপি তোর রক্ষা নাই; কলমপতি ভুলি নাই, বিএনপি তোমার রক্ষা নাই; বিএনপি, লীগ নিপাত যাক, পাহাড়িরা মুক্তি পাক; পাহাড় হবে পাহাড়ি + পুরোনবস্তী বাঙালির; লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে প্রভৃতি।


যেসব এলাকায় এসব পোস্টারিং হয়েছে সেগুলো হলো- ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া, বৃন্দাবন বাজার, রাউজানের পাঁচফোজার বাজার, রাউজান হিন্দু পাড়া, ডাবুয়া বাজার, ডাবুয়া হেডম্যান পাড়া ও ধূপছড়ি বাজার; বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া, বালুখালি, চৌধুরী পাড়া, কালাকাজি পাড়া, মহাজন পাড়া এবং কলমপতি ইউনিয়নের বড় আমছড়ি, ছোট আমছড়ি, ১নং হাতিমারা, ২নং হাতিমারা, কোলাপাড়া, দেবাপাড়া এবং ডাবইন্যাছড়া।
এ ব্যাপারে কাউখালী সরকারি ডিগ্রী কলেজের ছাত্র এবং ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ধরনী চাকমা বলেন, “পাহাড়িদের আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদার ব্যাপারে সচেতন হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সামান্য সুবিধার লোভে অনেক পাহাড়ি জাতীয় রাজনীতির নামে বৃহত্তর জুম্মো স্বার্থ বিকিয়ে দিচ্ছে, দুর্নীতিবাজ ও উগ্রজাতীয়তাবাদী দলে ভিড়ছে। পাহাড়িদের এসব ধান্ধাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।”




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।