তবলাপাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাওয়া ঠাঙাড়ে সন্ত্রাসীদের মঙ্গলবারের মধ্যে গ্রেফতারের দাবি, অন্যথায় বুধবার সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়ি ও গুইমারা উপজেলার সীমান্তবর্তী তবলা পাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে যাওয়া ৬ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী আত্মরক্ষা কমিটি, মানিকছড়ি উপজেলা শাখা। অন্যথায় আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে তারা ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি আনু মারমা ও নারী আত্মরক্ষা কমিটির মানিকছড়ি উপজেলা শাখার সদস্য সচিব পাইনু মারমা এক যৌথ বিবৃতিতে উক্ত দাবি ও কর্মসূচি ঘোষণার কথা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গতকাল (৭ সেপ্টেম্বর) সকালে সেনা মদতপুষ্ট ৬জন সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী তবলা পাড়ায় গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গেলে স্থানীয় জনতা প্রতিরোধ করে তাদেরকে আটক করে। সেনাবাহিনী তাদেরকে জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরে ছেড়ে দেয়। এ সময় কালাপানি এলাকায় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানালে সেনাবাহিনী তাদের ওপর হামলা চালায়, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে স্পষ্ট হয়েছে যে, এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সেনাবাহিনী উক্ত সন্ত্রাসীদের তবলা পাড়ায় পাঠিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে উক্ত ৬ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে গ্রেফতার এবং কালাপানিতে জনতার ওপর হামলায় জড়িত সেনা সদস্যদের শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে সেনা ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ করার দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।