তাইন্দং আশ্রায়ণ প্রকল্পে ঘর নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ে গতবছর ৩ আগস্ট সেটলার বাঙলি কতৃক পুড়িয়ে দেয়া পাহাড়িদের ঘরগুলি সরকারের আশ্রায়ণ প্রকল্পের আওতায় নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
তাইন্দং এলাকার বাসিন্দা বকুল কান্তি চাকমা ফেসবুক ষ্ট্যাটাসের মাধ্যমে আশ্রায়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে সিএইচটিনিউজ.কমকে জানান, গতকাল রবিবার বৃষ্টিতে নির্মিত সব ঘরের চালা, জানালা ও দরজার ফাঁক দিয়ে পানি ঢুকে লোকজন চরম ভোগান্তির শিকার হয়েছেন। যেভাবে ঘরের চালা, হুক লাগানোর কথা ছিল সেভাবে লাগানো হয়নি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী

অফিসার ড. মাহে আলম এ আশ্রায়ণ প্রকল্পের কাজ পরিচালনা করছেন বলে জানান তিনি। এ ব্যাপারে জনসাধারণ ক্ষোভে ফুঁসছে বলেও তিনি ষ্ট্যাটাসে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, কামাল হোসেন নামে এক মোটর সাইকেল চালককে দিয়ে অপহরণ নাটক সাজিয়ে গত বছর ৩ আগস্ট সেটলার বাঙালিরা তাইন্দংয়ে পাহাড়িদের গ্রামে হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে একটি বৌদ্ধ বিহারের দেশনাঘর সহ ৩৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ব্যাপক লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর দেশে-বিদেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ দেখা দিলে পরে সরকার ঘরবাড়ি নির্মাণ করে দেয়ার জন্য উক্ত আশ্রায়ণ প্রকল্প গ্রহণ করে।
—————————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।