তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা কোথায়?

বিশেষ প্রতিবেদক, সিএইচটি নিউজ
সোমবার, ১২ আগস্ট ২০২৪
খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর থেকে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এ কারণে জেলা পরিষদসমূহের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
এই তিন জেলা পরিষদের সকল চেয়ারম্যান ও সদস্য হলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং তারা বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তাদেরকে ঐ সকল পদে মনোনীত করে। দীর্ঘ ৩৫ বছর ধরে এই পরিষদগুলোর নির্বাচন হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক খাগড়াছড়ি জেলা পরিষদের এক কর্মচারী জানান, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু শেখ হাসিনারি দেশ ত্যাগের পর থেকে আর অফিসে আসছেন না। তার ধারণা চেয়ারম্যান ভারতে বা অন্য কোথাও লুকিয়ে থাকতে পারেন।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এবং বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমাও পলাতক রয়েছেন। তারাও হাসিনার পদত্যাগের পর থেকে অফিসে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
এই তিন জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ হলো দুর্নীতির আখড়া। অতীতে বহু বার পরিষদ চেয়ারম্যানদের দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে।
ফ্যাসিস্ট হাসিনা তার পছন্দসই লোকদেরকেই এই পরিষদে নিয়োগ দেন। ফলে পরিষদগুলোতে অনির্বাচিত প্রতিনিধি হওয়ার কারণে জনগণের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই।
সাধারণ জনগণ মনে করেন অবিলম্বে সৎ, দুর্নীতিমুক্ত ও যোগ্য ব্যক্তিদের দিয়ে এই পরিষদগুলোর পুনর্গঠন করা জরুরী হয়ে পড়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত তারা তিন জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদে দায়িত্ব নেবেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।