থাই বক্সারকে দ্বিতীয় রাউন্ডে নকডাউন করলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা

দ্বিতীয় রাউন্ডে দারুণ এক পাঞ্চ করলেন সুরো কৃষ্ণ চাকমা। থাইল্যান্ডের আনা পুংখেত রিংয়ে পড়লেন লুটিয়ে; হয়ে গেলেন নকডাউন। তাতে লাইটওয়েট ক্যাটাগরিতে সেরা হলো বাংলাদেশের সুরো কৃষ্ণ।
‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’-এ ইন্টার কন্টিনেন্টাল হোটেলের রিংয়ে মঙ্গলবার (২১ মার্চ) লাইটওয়েট ক্যাটাগরিতে আনা ও সুরো কৃষ্ণর ম্যাচটি ছিল ছয় রাউন্ডের। প্রথম রাউন্ডে প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন বাংলাদেশের বক্সার।
দ্বিতীয় রাউন্ডে শুরু থেকে সুরো কৃষ্ণ চড়াও হতে থাকেন পুংখেতের উপর। এরপর একটু নিচু হয়ে পেটে কষে পাঞ্চ করেন। তাতেই ছিটকে যান থাইল্যান্ডের বক্সার।
গত বছর বাংলাদেশে হওয়া সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘দ্য আল্টিমেট গ্লোরি‘-প্রতিযোগিতায়ও সেরা হয়েছিলেন সুরো কৃষ্ণ।
ওয়েল্টারওয়েট ক্যাটাগরিতে ভারতের দুশান্ত শ্রীভাস্তভার কাছে হেরেছেন বাংলাদেশের আল আমিন। গতবার সুরো কৃষ্ণর মতো তিনিও নিজের ক্যাটাগরিতে সেরা হয়েছিলেন, কিন্তু এবার পারলেন না তিনি। ছয় রাউন্ডের লড়াইয়ে তিন বিচারকের দেওয়া পয়েন্টে ৬০-৫৪, ৫৭-৫৭, ৫৮-৫৫ ব্যবধানে হেরে যান।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন