থানচিতে ধর্ষণের শিকার ম্রো কিশোরীর আত্মহত্যা

বান্দরবান ।। বান্দরবানের থানচিতে ধর্ষণের শিকার ম্রো কিশোরী (১৭) বিচার না পেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার থাওয়াই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জনজাতির কণ্ঠে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার থানচির থাওয়াই পাড়ার ক্রিওয়ান ম্রো’র মেয়ে তুমওয়াই ম্রো’কে থানচি নিবাসী মোহাম্মদ মোর্শেদ ফুসলিয়ে থানচি কুটির কটেজের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রথমে লোকলজ্জ্বার ভয়ে সে কাউকে কিছু জানায়নি। কিন্তু খবর জানাজানি হলে পরের দিন সকালে সে বিষ পান করে। পরে তাকে মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় সে মারা যায়।
খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় পাড়ার হেডম্যান মাংসার ম্রো। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ঘটনাটি ধামাচাপা দিতে ইতোমধ্যেই ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাবের খবর জানা যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাক্টিভিস্ট অনিক তঞ্চঙ্গ্যা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘জানিনা বিচার হবে কি না ৷ এইতো সেদিন খাগড়াছড়িতে সেটলার দ্বারা একজন প্রতিবন্ধী নারী নিজ গৃহে ধর্ষিত হল। তবু একদল লোক বলবে, পাহাড়ে পাহাড়ি বাঙ্গালী মিলে মিশে খুব সম্প্রীতির মধ্যে দিন কাটাচ্ছে’।
এ বিষয়ে থানায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি (রিপোর্ট লেখা পর্যন্ত) বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।