থানচিতে বিজিবি কর্তৃক এক বমকে আটক

বান্দরবান, সিএইচটি নিউজ
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্তৃক এক বমকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) রাতে থানচির শাহজাজান পাড়া টিওবি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম রাম জা থাং পাতেং (৪০)। তিনি থানচি শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোবের ছেলে। বিজিবি’র পক্ষ থেকে তাকে ‘কেএনএ’র সদস্য দাবি করা হয়েছে।
থানচিতে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের সময় বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন থেকে উপ-অধিনায়ক মেজর শেখ মো. মুজাহিদুল ইসলাম ও থানচি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শাহ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা শাহজাহান পাড়া টিওবি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে রাম জা থাং পাতেং-কে আটক করা হয়।
আটকের পর তাকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়েছে। তাকে আজ বুধবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।