থানচির বলিবাজারে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান
বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২২ মার্চ ২০২৩

বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে অগ্নিকাণ্ডে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে।
আজ বুধবার (২২ মার্চ ২০২৩) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কেউ।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয় লোকজন ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বাজারে উত্তরপাশের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয় লোকজন মিলে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ততক্ষণে বাজারে স্থায়ী ও ফুটপাতে অস্থায়ী দোকানসহ ৫০টি’র অধিক দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন