দিঘীনালায় সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে পেলে বাবুর ছোট ভাই আহত
দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
দিঘীনালা: খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে জেএসএস(এমএন লারমা)-এর সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে পেলে বাবুর ছোট ভাই সমদানন্দ চাকমা ওরফে সিমন(৪৫) আহত হয়েছেন।জানা যায়, আজ ৫ আগস্ট সোমবার রাত অনুমানিক ৮টার সময় সমদানন্দ চাকমা কাজ শেষে কলেজ গেট এলাকায় নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার পিঠে গুলি লেগেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।