দিঘীনালায় ইউপিডিএফ কর্মী হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ জেএসএস(সন্তু)-এর ১৫ জনের বিরুদ্ধে মামলা
দিঘীনালা প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির দিঘীনালায় ইউপিডিএফ কর্মী সুদৃষ্টি চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় জেএসএস(সন্তু)-এর ৭জনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী একি চাকমা।
মঙ্গলবার দুপুরে দিঘীনালা থানায় তিনি এ মামলা দায়ের করেন। পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত রবিবার সকালে উপজেলার বাবুছড়া রাস্তার মাথা বাজারে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ এর কর্মী সুদৃষ্টি চাকমা নিহত হয়। এ ঘটনার দুইদিন পর নিহতের স্ত্রী একি চাকমা বাদী হয়ে মামলা করেছেন। দায়েরকৃত মামলায় বিবাদীরা জেএসএস(সন্তু)-এর সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখিত আসামীরা হলেন-শনখোলা পাড়ার শুদ্ধধন চাকমার ছেলে সমর বিকাশ চাকমা ওরফে ডাক্তার সংকল্প(৪৮), কৃপাপুর গ্রামের চিত্র কুমার চাকমার ছেলে বিজয় চাকমা(২৫), প্রভাত মনি চাকমার ছেলে রিটেন চাকমা ওরফে মিষ্টি পানি(৩০), খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর গ্রামের স্মৃতিবিন্দু চাকমার ছেলে গোল্ডি চাকমা(৩১) এবং পানছড়ি উপজেলার নালকাটা গ্রামের মৃত তারা মোহন চাকমার ছেলে ইন্দু কুমার চাকমা(৫০)। বাকীদের অজ্ঞাত দেখানো হয়েছে।
দিঘীনালা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।