দিঘীনালা ও মহালছড়িতে ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার দিঘীনালা ও মহালছড়িতে ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি বিকাল ৩টায় স্বনির্ভর বাজার থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে রজেন্টু চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশ হিসিবে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার সকলের রয়েছে। কিন্তু এখানকার প্রশাসন তা করতে দিচ্ছে না। বক্তারা পার্বত্য চট্টগ্রমে সেনাবাহিনী কর্তৃক প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, তিন সংগঠনের নেতা কর্মীদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে পাহাড়ি জনগণের ন্যায্য আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার। ঘরে ঘরে সেনা তল্লাশি করে সেনাবাহিনী পাহাড়ি জনগণের উপর হয়রানি করছে।
বক্তারা দমন-পীড়ন চালিয়ে পার্বত্য চট্টগ্রামের ন্যায্য আন্দোলনকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা অবিলম্বে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, গ্রামে গ্রামে সেনা তল্লাশি ও ধর-পাকড় বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেয়ার দাবি জানান।
সমাবেশ শেষে মিছিলটি চেঙ্গীস্কোয়ার থেকে আবারো স্বনির্ভর বাজারে এসে শেষ হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার সেনাবাহিনী ও পুলিশ দিঘীনালা-মহালছড়িতে পিসিপি এবং যুব ফোরামের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় আটক দেখিয়ে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করে। আজ মঙ্গলবার জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে ৬ জনকে ৪ দিন ও দুইজনকে ২দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।