দীঘিনালায় অপহৃত ব্যক্তিকে শর্তসাপেক্ষে ছেড়ে দিয়েছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিভাস কার্বারি পাড়া থেকে অপহৃত সমর চাকমাকে(৩৭) শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় বাবুছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উল্টাছড়ির যুবময় মেম্বার পাড়া থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
এ সময় অপহরণকারীদের মধ্যে সন্তু গ্রুপের কমান্ডার চিনু মারমা, রমেশ চাকমাসহ ৭ জন ছিলেন বলে জানা গেছে।

যেসব শর্তে সমর চাকমাকে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো মধ্যে রয়েছে, ‘মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা ও ইউপিডিএফের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ না করা।’ এ শর্তগুলোর ব্যত্যয় ঘটলে “মৃত্যুদণ্ড” দেওয়া হবে বলেও তাকে হুমকি প্রদান করা হয় বলে জানা গেছে।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১:০০টার সময় চিনু মারমা ও পাভেল চাকমার নেতৃত্বে সন্ত্রাসীরা সমর চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
