দীঘিনালায় ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন-চিকার বিরুদ্ধে নেমেছে সেনাবাহিনী!!

দীঘিালা প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার-ফেস্টুন, দেওয়াল লিখন-চিকার বিরুদ্ধে যেন যুদ্ধে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা।
জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও ইউপিডিএফ বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টাঙানো, পোস্টারিং, দেওয়াল লিখন-চিকা মারা ইত্যাদি কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে দীঘিনালায় উদাল বাগান, পুকুরঘাট, বাঘাইইছড়ি, রাস্তা মাথা, হেডম্যান পাড়া, বড়াদাম, মুড়োপাড়া, বেলতুলি রোডসহ বিভিন্ন স্পটে ব্যানার, ফেস্টুন টাঙানো হয় এবং দেয়াল লিখন ও রাস্তায় চিকা দেওয়া হয়।

কিন্তু সেনাবাহিনী এসব ব্যানার-ফেস্টুন নামিয়ে ফেলতে ও চিকা মুছে ফেলতে তৎপর হয়ে উঠে। বাবুছড়া সাবজোনের একদল সেনা সদস্য বেশ কিছু স্থানে টাঙানো ব্যানার-ফেস্টুন তুলে ফেলে ও রাস্তায় লেখা চিকাগুলো কাঁদা মাটি লেপে দিয়ে মুছে দেয় বলে জানা গেছে।
শুধু তাই নয়, সেনা সদস্যরা ৪ নং দীঘিনালা ও ৫ নং বাবুছড়া ইউনিয়নের কয়েকটি স্থানে চেকপোষ্ট বসিয়ে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে তল্লাশির নামে হয়রানি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
দেওয়াল লিখন, চিকা ও ফেস্টুনের কয়েকটি ছবি:




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন