দীঘিনালায় ইউপিডিএফের দুই কর্মীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, এক গ্রামবাসীকে মারধর

দীঘিনালা প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের সাধনাটিলা এলাকায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফের দুই কর্মীর বাড়িতে তল্লাীশ ও এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (২৯ ডিসেম্বর ২০২১) বিকালে এ তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- অমর চাকমা (৫২) ও লালন চাকমা (৪১)।
জানা যায়, আজ বিকাল ৪:২৫টার সময় একদল সেনা সদস্য সাধনাটিলা এলাকায় গিয়ে ইউপিডিএফের উক্ত দুই সদস্যের বাড়িতে হানা দেয়। এ সময় সেনারা তাদের দু’জনের বাড়িতে ব্যাপক তল্লশি চালায়। তবে তল্লাশির পর অবৈধ কোন কিছু তারা পায়নি।
পরে সেনারা লালন চাকমার বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা সুজয় চাকমা (কাহিনী বাপ), বয়স-৫৫, পিতা- জয়ন্ত চাকমাকে মারধর করে।
এরপর সেনারা চলে যাবার সময় ইউপিডিএফ কর্মীদের স্ত্রীদেরকে নানা হুমকি-ধমকি দিয়ে যায় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন