দীঘিনালায় এক গ্রামবাসীর বাড়ি লক্ষ্য করে সেনাবাহিনীর ব্রাশফায়ার ও ২ জনকে নির্যাতন

0

নিজস্ব প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি দজর পাড়ায় সেনাবাহিনী কর্তৃক এক গ্রামবাসীর বাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার ও ২ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি ২০২২) ভোররাত সাড়ে ৩টার সময় বাবুছড়া আর্মি ক্যাম্পের সাবজোন কমাণ্ডার ওয়ারেন্ট অফিসার এনাম ও জারুলছড়ি ক্যাম্প কমাণ্ডার ওয়ারেন্ট অফিসার ইমাম-এর নেতৃত্বে ৪০/৫০ জনের একদল সেনা সদস্য সেনা নব্য মুখোশ সন্ত্রাসী জিতেন চাকমা ও গোল্ডি চাকমাকে সঙ্গে নিয়ে বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি দজর পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা একজন গ্রামবাসীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে। তারা অন্তত ১০-১৫ রাউন্ড গুলি ছোঁড়ে বলে জানা যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এমতাবস্থায় সেনারা গ্রামে ঢুুকে ঘুমন্ত লোকজনকে জাগিয়ে নানা হয়রানি করে। সেনাদের আকস্মিক ব্রাশফায়ারের শব্দ শুনে জনমনে আতঙ্ক দেখা দেয়।

ব্রাশফায়ারের পর পরই সেনার উক্ত এলাকা থেকে রিপন চাকমা (রীনা বাপ), বয়স- ৪৫ এবং তার ছেলে ডিজেন চাকমা ওরফে কালায়্যা চাকমা (১৯)-কে আটক করে বেদম মারধর করে। ডিজেন চাকমা এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

শারীরিক নির্যাতন ও বাড়ির জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়

সেনারা রিপন চাকমার ঘরের জিনিসপত্র বাড়ির উঠানে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। যাওয়ার সময় সেনারা পিতা পুত্রকে ইউপিডিএফের কোন লোক আসলে ক্যাম্পে জানাতে হবে বলে নির্দেশ দেয়। অন্যথায় আবারো আসবে বলে হুমকি দিয়ে যায।

সেনাবাহিনীর এমন অন্যায় কর্মকাণ্ডের ফলে এলাকার জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More