দীঘিনালায় কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের বিক্ষোভ, কাপ্তাইয়ে ধর্ষণকারী ৬ সেনা সদস্যের বিচার দাবি
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীতে এসএসসি পরীক্ষার্থী মারমা কিশোরীর ধর্ষক ৬ সেনা সদস্যকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকার প্রতিবাদী কিশোর-কিশোরী ও স্কুল শিক্ষার্থীরা।
“পিএম হাসিনা, সেনা-সেটলার প্রত্যাহার কর, আমাদের বোনদের নিরাপত্তা দাও” এই দাবি সম্বলিত শ্লোগানে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা অবিলম্বে ধর্ষণকারী সেনা সদস্যদের বিচার দাবি করেছেন।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার উদোল বাগান হতে প্রতিবাদী কিশোর-কিশোরী ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন কলেজ শিক্ষার্থী বিউটি চাকমা। তারা মিছিল নিয়ে এলাকার রাস্তা প্রদক্ষিণ করে বাবুছড়া কলেজ মাঠে গিয়ে সমাবেশ করেন। এতে দীঘিনালা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় ১ হাজার শিশু-কিশোর-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রী নীতি চাকমা, কলেজ ছাত্রী পরান্টি চাকমা ও স্কুল ছাত্রী নাজমুন আক্তার।
শিক্ষার্থী বক্তারা বলেন, আমাদের আর চুপ করে বসে থাকার সময় নেই। আপনারা নিশ্চয় জানেন, গত ৩ সেপ্টেম্বর রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালিতে ৬ জন সেনা সদস্য মিলে একজন মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। আজ আমাদের মেয়েদের কোথাও নিরাপত্তা নেই।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখে বলেন, আমরা দীঘিনালা উপজেলার কিশোর-কিশোরী ও ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাই, পাহাড়ি নারীসহ গোটা দেশের নারীদের যে নিরাপত্তা নেই তা কি আপনি জানেন না? নারীদের নিরাপত্তা না থাকার পরও আপনি বোবার মতো চুপ করে থাকেন, কোন বিচার করেন না কেন? আমাদের বোন কল্পনা চাকমার অপহরণকারী লে. ফেরদৌস গঙদের এখনো বিচার করেননি কেন? নিজের স্কুলের ছাত্রীকে ধর্ষণকারী আব্দুর রহিমকে কেন পূনরায় শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে? আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা এসব প্রশ্নের জবাব চাই, জবাব দিতে হবে।

শিক্ষার্থীরা আরো বলেন, আমরা পার্বত্য এলাকার শিক্ষার্থীরা নিরাপদে চলাফেরা করতে পারি না। আমাদের কোন নিরাপত্তা নেই। শাসকগোষ্ঠি আমাদেরকে নিরাপত্তাহীন করে রেখেছে।
তারা অবিলম্বে কাপ্তাইয়ে মারমা ছাত্রীকে ধর্ষণকারী ৬ সেনা সদস্যের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের নারীদের নিরাপত্তার দাবি জানান।
সমাবেশ শিক্ষার্থীরা “আমার বোনের ধর্ষণকারীদের বিচার চাই, বিচার চাই; ধর্ষণকারী ৬ সেনা সদস্যকে শাস্তি দাও, দিতে হবে; অবিলম্বে ধর্ষণকারীদের বিচার কর, করতে হবে” ইত্যাদি শ্লোগান দেন।
সমাবেশে শেষে শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা ধর্ষক সেনা সদস্য ও তাদের দালালদের কুশপুত্তলিকায় জুতাপেটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন